শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবার ১৩ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটা সময় পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন কমিটি বন্দর থানা যৌথ উদ্যোগে প্রিয় নবীজি প্রতি সম্মান ও ভালোবাসা জ্ঞাপনের জন্য এক বিরাট আজিমুশৃশান নূরানী জুলুস বাহির হয়।
জশনে জুলুসের মিছিলটি মদনগঞ্জ বটতলা হতে নবীগঞ্জ বাঘে জান্নাত কবরস্থান সম্মুখে আখেরি মোনাজাত ও মিছিলটির পরিচালনা করেন, বাংলাদেশ আহলে সুন্নাত জামাত সভাপতি ও ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আওলাদ রাসুল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী সাহেব। ঈদে মিলাদুন্নবী জশনে জুলুসের সভাপতি তো করেন জনাব আবুল কাওসার আশা, ২৩ নং ওয়ার্ডের কাউন্সিল, উপস্থিত ছিলেন আলহাজ্ব মিজানুর রহমান সাধারণ সম্পাদক বন্দর থানা,
জশনে জুলুস ঈদ -এ- মিলাদুন্নবী( সঃ) উদযাপন কমিটি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সোরাব আলী আল কাদেরী, পীর সাহেব মাহবুব বাশার আল কাদেরী, হযরত মাওলানা বদরুল আলম আল কাদরী, মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি, মাওলানা হাফেজ শামসুল হক সাহেব, হযরত মাওলানা রবিউল ইসলাম, হযরত মাওলানা মুফতি হাসান মুরাদ আল- আবেদী,হযরত মাওলানা শফিউল্লাহ আল-আবেদী। আরো উপস্থিত ছিলেন অন্যান্য পীর মাশায়েক সুন্নি ওলামায়ে কেরামগণ, সকল তরিকা পন্থী প্রত্যেক মহল্লা মজিদ খানকা শরীফ মিছিল নিয়ে বিকাল তিনটা বাজে মদন বটতলা সম্মুখে জামাত হয়। সুন্নি ওলামায়ে কেরামরা বক্তব্য তো বলেন এ বাংলাদেশ অলি আল্লাহ দেশ, সূফিগনের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, সেই দরবার ও মাজারেগুলোকে, উগ্রবাদিতা জঙ্গিবাদ নামধারী মুসলমান হামলা করে ভেঙ্গে ফেলছে, আমরা প্রতিবাদ জানাই। পরে মিলাদ ও দোয়ার মাধ্যমে জশনে জুলুসের মাহফিল শেষ হয়।