রিপোর্টর: সাংবাদিক এমরান হোসেন সোহাগ।
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে ২০২৪ এর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়াতে অনেক সেচ্ছাসেবী এগিয়ে এসেছিলো, এবং বর্তমানেও আছে, তারুণ্যের আলো মানব সেবা ফাউন্ডেশন করটখিল এর উদ্দ্যোগে বন্যায় সেচ্ছায় শ্রম দেওয়া সেচ্ছাসেবীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে, এবং বন্যার পরবর্তীতে করনীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , তারুণ্যের আলো মানব সেবা ফাউন্ডেশন করটখিল এর প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম, পাঁচলাইশ এর নির্বাচন অফিসার জনাব জসিম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী শিক্ষা অফিসার জনাব মহিউদ্দিন (মহিন) সাহেব, জনাব আজিম হোসেন, জনাব আবুল হাশেম মেম্বার, তারুন্যের আলো মানব সেবা ফাউন্ডেশন এর সদস্য জনাব দেলোয়ার হোসেন, জনাব টিপুসুলতান, শাহ্আলম বেপারী, জনাব বাবু, জনাব নজরুল ইসলাম, জনাব নুরুল হক, জনাব মোঃ আলম, সঞ্চালনায় ছিলেন শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব হাসান ভূঁইয়া। এসময় সভাপতি মহোদয় ২০ জন সেচ্ছাসেবীর হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন, সন্মাননা ক্রেস্ট প্রাপ্তরা হলো জনাব মোঃ সুমন, মোঃ রাকিব, মোঃ রাফসান,তাজুল ইসলাম, মেজবাহ, নাইমুল ইসলাম, মোঃ কাউসার, জুনাইদ, মোঃ মেহেদী, রাকিব, মোঃ মনির, মোঃ সিপন, মহন, সাজিদ, সিমান্ত, মোঃ শাওন, রিয়াদ, মারুফ,মোঃ রিফাত, মোঃ সামছু ।