শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

ভিডব্লিউবি নামের তালিকায় মেম্বারের বউয়ের নাম, খাদ্য বিতরণে নানা অনিয়মের অভিযোগ 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে ভালনারেবল উইমেন বেনেফিট(ভিডব্লিউবি) প্রকল্পের সুবিধাভোগী সদস্যদের কার্ড ও খাদ্য বিতরণে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের স্ত্রীর নামেও আছে কার্ডের তালিকায়। নামে-বেনামে কার্ডের তালিকা করে খাদ্য আত্মসাত এবং খাদ্য বিতরণের সময় টাকা উত্তোলনসহ নানান অনিয়ম রয়েছে। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা হয়েছে।
জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে “ভালনারেবল উইমেন বেনেফিট” (ভিডব্লিউবি) প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৩হাজার ২২৩জন অতি দরিদ্র মহিলাকে তাদের স্বনির্ভরতার করার জন্য, সহায়তা হিসাবে মাসিক ৩০কেজি করে চাল প্রদান করা হয়। নিয়মানুযায়ী প্রতি ২বছরের জন্য অতি দরিদ্র এই নারীদের পর্যাক্রমে প্রকল্পের আওতায় আনা হয়ে থাকে। ২০২৩-২৪ বছরের খাদ্য বিতরণের লক্ষে বর্তমানে মহিলা বিষয়ক দপ্তর থেকে জুলাই ও আগষ্ট দুই মাসের খাদ্য বিতরণের জন্য ডিও দেয়া হয়েছে। জুলাই মাসের চাল বিতরণকালে গত সোমবার এক নামের কার্ড অন্য ব্যাক্তি নিয়ে আসায় তাদের খাদ্য প্রদান না করে ফেরত পাঠানো হয়েছে। এসব অনিয়মের প্রতিবাদে বুধবার সাবেক মেম্বার লাল মিয়া, উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।  অভিযোগ সুত্রে জানা যায়, আওয়ামীলীগের থানাহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক  ও থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন আব্দুর রাজ্জাক মিলন তার পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর আলম ও সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগমকে নিয়ে ভিডব্লিউবি এর সুবিধাভোগী নির্বাচনে ব্যাপক অনিয়ম করেছেন। অনিয়ম গুলোর মধ্যে ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নুর আলমের স্ত্রী মোছাঃ বেবী বেগম এনআইডি-২৮২০৩৯৮৮০৪ এর নামে কার্ড তালিকা করে খাদ্য উত্তোলন করা হচ্ছে। একই ওয়ার্ডের মুক্তা আক্তার এনআইডি-৭৮১৪৪৭০৩৫২ এর নামে কার্ড থাকলেও তিনি তা জানেন না। শ্রীমতি সাধনা আইডি-৩২৭০৩৭০১৮৬ এর নামে কার্ড আছে কিন্তু তিনিও জানেন না।মিনারা বেগম এনআইডি-৩২৭০১০১৫৫৭ এর নামে কার্ড ইস্যু করা হলেও তিনি পাশ্ববর্তী উলিপুর উপজেলার, পৌরসভা এলাকার স্থায়ী গৃহবধু। শ্রীমতি শাপলা রাণী এনআইডি-৫৫০৩৩২৩৪৯৪ এর নামে কার্ড থাকলেও তিনি জানেন না। আমিনা বেগম এনআইডি-২৮২১২৫০৪৯১ এর নামে কার্ড করা হয়েছে। তিনি উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের গৃহবধু। মর্জিনা বেগম এনআইডি-৩২৫৭৯৫৫৬৬০ এর নামে কার্ড রয়েছে তিনি রাণীগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। আরেফা খাতুন এনআইডি-৭৮১৪৪৪৭৮৬৩ এর নামে খাদ্য উত্তোলন করা হচ্ছে কিন্তু তিনিও উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। থানাহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য নুর আলমের স্ত্রী বেবি বেগম এনআইডি-২৮২০৩৯৮৮০৪ এর সাথে কথা হলে তিনি জানান, তার নামে কার্ড আছে কি নাই তা তিনি জানেন না মেম্বার জানেন। তালিকায় থাকা শ্রীমতি সাধনা আইডি-৩২৭০৩৭০১৮৬ নামের সাথে থাকা মোবাইল নাম্বারে ফোন দিলে পুর্ণিমা রাণী নামের এক নারী ফোন রিসিভ করেন। তিনি জানান, গত বছরে আমার নাম থাকায় এবারে আমার জা সাধনার আইডি দিয়ে কার্ড করে নিয়েছি। শ্রীমতি শাপলা রাণী এনআইডি-৫৫০৩৩২৩৪৯৪ এর নাম্বারে ফোন দিলে ফোন রিসিভ করা ব্যাক্তি তাকে চিনেন না বলে জানান। মোছাঃ আমিনা বেগম এনআইডি-২৮২১২৫০৪৯১ জানান, তিনি ধামশ্রেনী এলাকায় থাকেন।তার নামের কার্ডটি তার মা কোন এক ব্যাপারীর কাছে বিক্রি করেছেন বলে তিনি জানান। অপরদিকে নয়ারহাট ইউনিয়নে ভিডব্লিউবি এর চাল বিতরণের সময় সুবিধাভোগীদের নিকট হতে অর্থ উত্তোলন করার অভিযোগ উঠেছে। গত রোববার নৌকায় খাদ্য বিতরণের একটি ভিডিওতে দেখা যায়, পরিষদের হিসাব সহকারী মোঃ নুরুন্নবী ও ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমান আলী, খাদ্য বিতরণের সময় সুবিধাভোগীদের নিকট থেকে জন প্রতি ৫০টাকা করে উত্তোলন করছেন। ইউপি সদস্য ইমান আলী জানান, পূর্বের নিয়মানুযায়ী কয়েকজনের নিকট থেকে ৫০টাকা করে তোলা হয়েছিল, পরে তা ফেরত দিয়েছি। নয়ারহাট ইউপি’র হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ নুরুন্নবী জানান, ৫জনের নিকট থেকে টাকা উত্তোলন করা হয়েছিল পরে বাধার মুখে পরে টাকা তোলা বন্ধ করে, তাদেরকে টাকা ফেরত দেয়া হয়েছে। নয়ারহাট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান আসাদ জানান, ভিডব্লিউ’র খাদ্য বিতরণে পূর্বে টাকা নেয়া হয়েছিল। এবারে টাকা তুলতে নিষেধ করেছি। থানাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন তার ইউনিয়নের ভিডব্লিউবি প্রকল্পের উপকারভোগীর তালিকায় অনিয়মের প্রসঙ্গে জানান, এসব অভিযোগ আমাকে আগে কেউ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখছি। ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সোহেলী পারভীন জানান, অভিযুক্ত ৮টি কার্ডের খাদ্য বিতরণ আপাতত বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে খোজ-খবর নিয়ে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। ভিডব্লিউবি এর অনিয়ম প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ