মোঃ আল আমিন
সরকার ,ধনবাড়ী,টাংগাইল,প্রতিনিধিঃ
টাংগাইলের ধনবাড়ীতে এস,এস,সি পরীক্ষা ২০২৫সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে শিক্ষার্থীদের মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১০ ঘটিকার সময় ধনবাড়ী নওয়াব ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু ধনবাড়ী উপজেলা ভবনে গিয়ে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে স্বারকলিপি প্রধান করে শিক্ষার্থীরা। এসময় ধনবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গন উপস্তিত ছিলেন । উপস্হিত থাকা শিক্ষা প্রতিষ্ঠান গুলো হলো, ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল,সরকারি ধনবাড়ী নওয়াব ইনষ্টিউট, পাইস্কা উচ্চ বিদ্যালয়, পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়, বানিয়াজান বহুমুখী উচ্চ বিদ্যালয়, সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, সিড়িঁ একাডেমি, সয়া উচ্চ বিদ্যালয়, লাইটহাউজ স্কুল। উক্ত মিছিলটির নেতৃত্বদেন, আরাফাত সরকার বিজয়, দেশ, সাফি, তুষার, রাফি, শিশির তালুকদার। উক্ত মিছিলে শিক্ষার্থীরা দাবি করেন এস,এস,সি পরীক্ষা ব্যাচ ২০২৫ এ সংক্ষিপ্ত সিলেবাস করতে হবে।এ মিছিলে ধনবাড়ী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে উপজেলায় কিছুক্ষন অবস্তান করে শিক্ষার্থীরা । পরে মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে স্বারকলিপি প্রধান শেষে মিছিল সমাম্তি ঘোষনা করা হয়।পরে শিক্ষার্থীরা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যায়। এসময় ধনবাড়ী উপজেলা সাংবাদিকগন উপস্তিত ছিলেন।