মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর কে গ্রেফতার করেছে র্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন মালঞ্চা হঠাৎপাড়া নামক বাজারে নিজ মুদি দোকানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল জাহাঙ্গীরকে হাতেনাতে আটক করে তার দোকানে তল্লাশী চালিয়ে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে হিলি সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে তার মুদি দোকানে মজুদ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।