বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে এগিয়ে রয়েছেন হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সী

মোঃ আল আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

মোঃ আল আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হাফেজ মোঃখাইরুল ইসলাম মুন্সী। ধনবাড়ী পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায় সবার মুখে একই আলাপআলোচনা এইবার মেয়র হবে ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি পৌরবাসীর আস্হারপ্রতীক ক্লিন ইমেজের জনপ্রিয় জননেতা যে ব্যক্তিকে সবাই এক নামে চিনে জনগনের সুখ দুঃখের ভাগিদার জনপ্রিয় জননেতা হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সী।

ধনবাড়ী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অনেকের নাম শুনা গেলেও মাঠে কাউকে দেখা যায়না। ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গ্রামের তৃনমুলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পারি তাদের যে কোন বিপদে আপদে তাকে তারাপাশে পায়। এ ব্যাপারে চরভাতকুড়া গ্রামের কৃতিসন্তান উপজেলা ছাত্রদলের নেতা মোঃ সাইফুল ইসলাম সজিব জানান এইবার খাইরুল মুন্সী ব্যতিত কোন বিকপ্ল নাই।

ধনবাড়ী পৌরসভাধীন চরভাতকুড়া,কলেজপাড়া,চালাষ, ছত্রপুর,আমনগ্রাম,বর্নিচন্দবাড়ী, সেনবাড়ী,দেবিপুর,বন্দ টাকুরিয়া, বান্দ্রা,খাসপাড়া,কয়াপাড়া,কালিপুর, মিয়াপাড়া,কিসামত,উত্তর মিয়াপাড়া সর্দারপাড়া, কুমারগাতা, হবিপুর ,পানকাতা,সিংগাটা,চাতুটিয়া, বিলাসপুর,রুপশান্তি,রামকৃষ্ণবাড়ী, তেহিস্যা,জোৎকাষি,নিজবর্নি সহ সকল গ্রামের জনমতের জরিপে হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সী সবার চেয়ে এগিয়ে রয়েছেন। জনগন আশা রাখছেন ফ্যাসিবাদি হাসিনা সরকারের মতো যদি ডামি নির্বাচন না হয় , যদি সুষ্ঠ নিরোপেক্ষ নির্বাচন হয় তাহলে বিপুল ভোটে জয়লাভ করবে জনগনের মেয়র প্রার্থী হাফেজ মোঃখাইরুল ইসলাম মুন্সী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ