জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি
টেকনাফে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে “নারী সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডি’র ইকোফিশ-২ এর আয়োজনে এবং বিদেশি এনজিও সংস্থা ইউসাইড সহ চারটি এনজিও সংস্থার সহযোগিতায়
১০ সেপ্টেম্বর( মঙ্গলবার) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে
“জীববৈচিত্র্য রক্ষায় নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইউএসএআইডি’র ইকোফিশ-২ সাত টি কর্ম এলাকা কক্সবাজার সদর,উখিয়া,টেকনাফ,কুতুবদিয়া, মহেশখালী,চরফ্যাশন এবং পটুয়াখালীতে প্রান্তিক মৎস্যজীবী পরিবারের নারী সদস্যদের নিয়ে দিনব্যাপী নারী সম্মেলন এর আয়োজন করা হয়। ইকোফিশ-২ প্রান্তিক মৎস্যজীবী পরিবার নিয়ে ২০২০ সাল থেকে তাদের জীবন ও জীবিকার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কাজ করে আসছে। প্রথমবারের মত নারীদের নিয়ে সম্মেলন আয়োজন করেছে এ প্রতিষ্ঠানটি।
ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পটি তাদের কর্মকালীন সময়ে ১৫,০০০ মৎস্যজীবী পরিবারের নারী সদস্যগণের জন্য প্রশিক্ষণ,উপকরণ সহায়তা,এবং প্রযুক্তিগত জ্ঞান এবং বাজারে প্রবেশাধিকারের মাধ্যমে এবং পুরুষ সদস্যগণের জন্য মৎস্যসম্পদ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে কারিগরীভাবে সহায়তা করেছে। ইকোফিশ-২ নারীর ক্ষমতায়নও সমতায়নএবং সঞ্চয়ী মনোভাব বৃদ্ধির জন্য ২২২ টি নারীদের দল গঠন করেছে। উপকূলীয় ক্ষুদ্র মৎস্যজীবি পরিবারের সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ, অপ্রদর্শিত ও অনিয়ন্ত্রিত মাছ আহরণ হ্রাসের উদ্দেশ্যে মৎস্যজীবি পরিবারের অবদান বৃদ্ধির জন্য প্রকল্পটি কাজ করছে।
প্রকল্পটি সম্পদ বৃদ্ধি, প্রযুক্তি সম্প্রসারণ, সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তির সুযোগ বৃদ্ধি এবং জেন্ডার, পুষ্টি ও আয়বর্ধন সম্পর্কিত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে মৎস্যজীবী পরিবারের নারীদের ক্ষমতায়নের ওপর গুরুত্বারুপ করা হয়। উপরন্তু, ইকোফিশ-২স্থায়ীত্বশীল জীবিকা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি খাতের সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করে আসছে।
ইউএসএআইডি’র ইকোফিশ-২ প্রকল্পটি তাদের কার্যক্রমের প্রস্থান কৌশলের অংশ হিসাবে এবং প্রকল্প কর্তৃক গঠিত নারী দলগুলোর চ্যালেঞ্জ,সুযোগ ও ভবিষ্যতে পরিকল্পনামাফিক এগিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন করেছে।
নারী সম্মেলনে প্রান্তিক মৎস্যজীবি পরিবারের সদস্যরা অংশগ্রহন করেছেন। সম্মেলনে নারীদের বিভিন্ন অংশগ্রহনমুলক কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় যেখানে নারী সদস্যরা স্বত:স্ফুর্ত ভাবে তাদের অংশগ্রহন নিশ্চিত করেছেন। সম্মেলনে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইকোফিশ-২ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাস্তবায়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীবৃন্দসহ মৎস্যজীবি সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত বিভিন্ন দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। ইকোফিস-২ প্রকল্পের চিফ অব পার্টি ড. মোহাম্মদ মোকাররম হোসেন,লাইভলিহুড বিজ্ঞানী ড. মোঃ নাহিদুজ্জামান, ট্রেইনিং স্পেশালিষ্ট ইশরাত জহুরা ও জেন্ডার স্পেশালিষ্ট রেজওয়ানা শারমিন,উপজেলা সহকারী মৎস্য অফিসার শহীদুল আলম ও টেকনাফ প্রেস ক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা সহযোগী নাসরুল্লাহ আল-মামুন এবং সঞ্চালনা করেন গবেষণা সহকারী সোহেল রানা