শুক্রবার, ২০ জুন ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

“গুড এন্ড ট্র‍্যাবেলস” এর সিসি ক্যামেরা ভেংগে চুরি

মোঃ কুতুব উদ্দিন ঢাকা কেরানীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা কেরানীগঞ্জ প্রতিনিধি।

কেরানীগঞ্জ এর আব্দুল্লাহপুর এ রসুল পুর বাজার মসজিদ মার্কেটের দোতলায় “গুড এন্ড ট্রাভেলস” এর অফিস এর সিসি ক্যামেরা ভেংগে মধ্যে রাতে চুরির ঘটনা ঘটে,

চুরি করতে আসা চোরেরা চুরি করে নিয়ে যায় তিনটি দামি ল্যাবট্যব কত গুলি দামি স্পিকার নগদ কিছু টাকা, অফিসের বিভিন্ন কাগজ পত্র উল্টো পাল্টা ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়,অফিসের মালিক রুমেল আহাম্মেদ জানান কিছু দূর্বৃত্তরা তাকে প্রায়ই ব্যাবসার কাজে আসা যাওয়াতে নানান ভাবে বিরক্ত করে থাকে।

তিনি আরও জানান এ বিষয় থানায় একটা জিডি করবেন আইনের সহায়তায় যা কিছু হয় সেটাই করবো,এই মসজিদ মার্কেটে আরও বিভিন্ন অফিস এবং দোকান থাকা সত্ত্বেও আমার এই অফিসে ক্যামেরা ভেংগে চুরি হলো,অনেক ক্ষয় ক্ষতিতে ব্যাগ পোহাতে হতে পারে।

এলাকার গণ্যমান্য জনেরা এসেছেন দেখেছেন এবং বিভিন্ন ভাবেই আফসোস করছেন,অফিসের কার্যক্রম ব্যাঘাত ঘটবে ল্যাবটবে অনলাইন কার্যক্রম এর বিভিন্ন বিষয় রক্ষিত থাকায় বিভিন্ন জামেলায় পরবেন”গুড এন্ড ট্রাবেল” মালিক
“গুড এন্ড ট্র‍্যাবেল”এই চুরির ঘটনায় মালিক ভেংগে পরেছেন এবং আইনি ভাবেই এটা সাহায্য আশাবাদী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ