উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর আত্রাইয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা স্লুইসগেটের অদূরে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা স্লুইসগেটের অদূরে একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খরব দেন স্থানীয়রা। পরে দুপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। শরীরে প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ছাড়া যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা করা হচ্ছে।
নওগাঁ #