বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন

ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশনে ট্রেন থামানো নির্দেশনা চেয়ে জজকোর্টে রিট

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ বার পড়া হয়েছে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রেল লাইনের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ (আইএসবি) স্টেশনে ট্রেন থামানোর নির্দেশনা চেয়ে রিট। শুনানি কাল

জনস্বার্থে ৩০ জুন ডাকযোগে রেজিস্টার্ড এ আইনী নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নুরুল আজিম।
রেল মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের মহাব্যবস্থাপক (পূর্ব), চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ও চিফ অপারেটিং সুপারিনটেন্ডেড (পূর্ব) এবং দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্প পরিচালকের নিকট এ নোটিশ প্রেরণ করা হয়।

ঈদগাঁও উপজেলার মানুষের অধিকারবঞ্চনার খবর হাইকোর্টে পৌঁছে দেয়ায় ব্যারিস্টার নুরুল আজিমকে ঈদগাঁওর সচেতন মহল ধন্যবাদ জানান।
অপর তিনজন রিটকারী ঢাকা জর্জকোর্টের আইনজীবী ও বৃহত্তর ঈদগাঁও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সেলিম উদ্দীন, সম্মিলিত নাগরিক ফোরাম,ঈদগাঁও‘র সাধারণ সম্পাদক কাফি আনোয়ার।

উল্লেখ্য, বিগত ৯ সেপ্টেম্বর ঈদগাঁওর সরকারী নিবন্ধিত সামাজিক প্লাটফর্ম যুব ঐক্য পরিবারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন- পর্যটন শহর কক্সবাজারে স্বপ্নের ট্রেন আসার পরেও যাত্রী উঠানামা থেকে বঞ্চিত রয়েছেন ঈদগাঁওবাসী। ইসলামাবাদে সে অনন্য সুন্দর এক রেলস্টেশন নির্মাণ করা হলে ও বহু দিন যাবত ধরে নানান প্রয়োজনে চট্টগ্রাম বা ঢাকামুখী যাত্রীরা স্থানীয় রেলস্টেশন থেকেই টিকেট নিয়ে যেতে পারছেনা নেই কোন সুযোগ সুবিধা। দ্রুত ইসলামাবাদে সেই রেল স্টেশনটি চালুর দাবী জানিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ