বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

ঈদগাহ হাইস্কুলে চলমান সমস্যার সমাধানসহ নিরপেক্ষ তদন্তে শিক্ষার্থীদের স্মারকলিপি 

আবু হেনা স্টাফ রিপোর্টার,ঈদগাঁও।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

আবু হেনা স্টাফ রিপোর্টার,ঈদগাঁও।

জেলার ঐতিহ্যবাহীও প্রাচীম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চলমান সমস্যার সুষ্ঠু সমাধান,নিরপেক্ষ তদন্তের স্বার্থে,ষড়যন্ত্রকারী দের হাত থেকে স্কুলের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রাক্তন শিক্ষার্থী (২০১০ থেকে ২৪) ব্যাচের পক্ষ থেকে সোমবার যৌক্তিক দাবী নিয়ে স্মারকলিপি প্রদান করেন।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে ইউএনও সুবল চাকমা সার্বিক বিষয়ে খোলামেলা আলাপ করেনও নিরপেক্ষ তদন্তের স্বার্থে প্রয়োজন হলে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

প্রাক্তন শিক্ষার্থীরা কোন প্রকার অন্যায়,অনিয়ম ও দুর্নীতির পক্ষে নয়। কিন্তু কোন সুবিধাবাদী  লোকজন যদি ঘোলা পানিতে মাছ স্বীকারের চেষ্টা করে তাদেরকেও প্রতিহত করা হবে।

প্রাক্তন শিক্ষার্থী সমাজ স্কুলের স্বার্থে সুনাম এবং মর্যাদা রক্ষায় একতাবদ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সাবেক শিক্ষার্থীদের এমনি মহা উদ্যোগকে স্বাগত জানালেন অনেকেই।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ