মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন

জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে গাছের চারা রোপণ

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে জুলাইয়ের গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। আজ রবিবার (৮ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের, ৫নং ওয়ার্ডের কাঁচকোল বাঁধের রাস্তা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন “গ্রীন ভয়েস” এর উদ্যোগে ও অর্থায়নে “ফলজ, ভেষজ ও ঔষুধি” শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিতি ছিলেন, কাচকোঁলহাট মহিরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম,
ইউপি সদস্য রফিকুল ইসলাম, গ্রীন ভয়েস চিলমারী উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত, কাচকোঁল সামাজিক স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। পরে গ্রীন ভয়েস চিলমারী উপজেলা শাখার সভাপতি ইয়াছিন আরাফাত বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের ঋণ যেমন আমরা কখনো শোধ করতে পারবো না। ঠিক তেমনি পরিবেশ বন্ধু গাছের উপকারিতা ও কখনো আমরা শোধ করতে কিংবা ভুলে যেতে পারবো না। তাই আমরা নিহতদের চির স্মরণীয় করে রাখতে, বৃক্ষ রোপণের আয়োজন করেছি বলে জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ