বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন

মায়াবী কাশফুলের অপরুপ সৌন্দর্য্যে বিমোহিত পথচারীরা

এম আবু হেনা সাগর,চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর,চট্টগ্রাম প্রতিনিধি।

প্রকৃতির মায়ার চাঁদর বিছানো বন্দরনগরী চট্টগ্রামের অক্সিজেন এলাকার অনন্য আবাসিক পয়েন্ট। সেখানেই রূপসীর রূপের ছোঁয়া চার পাশ। অসংখ্য ধবধবে সাদা কাশফুলের ছোঁয়ায় মুগ্ধ পথচারীসহ ভ্রমণ পিপাসুরা।

নীল আকাশ জুড়ে মেঘের বিচরণ। ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। সেই হাওয়ার দোলা দুলতে থাকে ফুটে থাকা সাদা কাশবনে। যত দূরে চোখ যায় তাকিয়ে মনে হয় এ যেন শুভ্র আকাশ এসে মাটিতে আঁচড়ে পড়েছে।চারপাশ কাশফুল বাতাসে দুলছে। বাতাসে ফুলের পাপড়ি উড়ে চোঁখে মুখে আঁচড়ে পড়ে। এমন নান্দনিক দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। সড়কের দুই পাশ জুড়ে যেন সাদা কাশফুলের ছড়াছড়ি। চিকচিক করা মাটি বালির উপর সারি সারি কাশফুল যে কারো মন সহজে মুগ্ধ করবে এমনি ভাব।

৭ সেপ্টেম্বর বিকেলে এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন অনন্য আবাসিক এলাকায় গেলে চোখে পড়ে মায়াবী কাশফুলের অপরুপ দৃশ্য। রাস্তার দুই পাশ জুড়ে যতদূর চোখ যায় শুধু শুভ্র কাশফুল। বাতাসে কাশফুল হাওয়ায় দুলছে। যেন রূপসী বাংলার অপরূপ সৌন্দর্য। প্রাকৃতিকভাবে জন্মানো পুরোটাই শুভ্র কাশফুলে আবৃত। বিকেল হলে পার্শ্ববর্তী এলাকার লোকজন ছুটে আসেন কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে।

পথচারী এক প্রবীনের কাছে জানতে চাইলে তিনি জানান, সারা বছর কাশফুল থাকেনা। বছরে ২/৩ মাস ছন পাতায় প্রাকৃতিকভাবে ফুটে উঠে সাদা কাশফুল। সৌন্দর্য্য বিমোহিত করে তুলে আশপাশ এলাকা। তিনি আরো বলেন, কাশবন/ফুল অনেক সুন্দর। দেখলে চোখ জুড়িয়ে যায়।

স্থানীয় দোকানদার নুর মোহাম্মদ জানান, কাশফুল ২ থেকে ৩ মাস স্থায়ী থাকে। রোদ আর বাতাসের দোলায় ফুলের সৌন্দর্য দ্বিগুন আকারে বৃদ্ধি পায়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ