এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি।
আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কক্সবাজার জেলা কমিটির আয়োজনে শহরের অভিজাত হোটেলের মিলনায়তনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) জেলা সংস্থার সভাপতি নুরুল আমিন হেলালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওসমান গণি (ইলি)র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. কামরুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মো. মমিনুর রশীদ শাইন, সহকারী মহাসচিব মো. আতিকুর রহমান আজাদ, জনকল্যাণ সচিব এড. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী। এসময় আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক রনত দাশ,সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম রাশেদ,সহ সাংগঠনিক সম্পাদক রাশেল তালুকদার, দপ্তর সম্পাদক এ কে সোহেল,প্রচার সম্পাদক হোসাইন সুমন, সহ প্রচার সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রানা মল্লিক,মহিলা সম্পাদক শাহানাজ বেগম, বন পরিবেশ বিষয়ক সম্পাদক এম শফিউল আলম আজাদ,সহ বন বিষয়ক সম্পাদক ইমরান উদ্দিন,রামু উপজেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ,উখিয়া উপজেলা কমিটির সভাপতি ফরিদুল আলম, সাধারণ সম্পাদক এম.এ সাত্তার আজাদ সহ সাধারণ সম্পাদক আরাফাত, চকরিয়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহজালাল শাহ, শাহরিয়ার মাহমুদ,জাফর আলম, শওকত, মাসুম,ইছাহাক,আবুল বাসেত,ফারুকসহ জেলা শাখার নেতৃবৃন্দ গণ উপস্থিত ছিলেন। সভায় মহাসমাবেশ সফল করার জোর তাগিদ দেন নেতৃবৃন্দ।