মিজানুর রহমান
স্টাফ রিপোর্টার
গণতন্ত্র পুনরুদ্ধার করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ করাই আমাদের মূল লক্ষ্য- বলে জানিয়েছেন মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামী আমির ও জেলা শূরা সদস্য আবু নছর মোহাম্মদ ইলিয়াস ।
শনিবার বেলা ১১ টায় মুরাদনগর নগরক্যাফে রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জামায়াতের আমির আরো জানান , “ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এটাই বিধান, জামায়াতে ইসলামী সেই বিধানকে লক্ষ্য রেখে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। গত ষোল বছর মুরাদনগরে জামায়াত প্রকাশ্যে কোনো দলীয় কর্মকান্ড করতে পারেনি। উপজেলার জামায়াত নেতৃবৃন্দ নানা রকম মিথ্যা মামলার সম্মুখীন হতে হয়েছে।
৫ আগস্টের পর জামায়াত স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে। সম্প্রতিকালে বন্যাকবলিত ২ হাজার পরিবারকে ত্রাণ ও ৫০টি পরিবারকে নগত অর্থ দিয়ে সহযোগীতা করেছে জামায়াতে ইসলামী মুরাদনগর শাখা ”।
জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা সেক্রেটারি মাও: আমির হোসেনের সঞ্চালনায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি ও দেবীদ্বার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ।
এসময় একজন সাংবাদিক আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা বিষয়ে প্রশ্ন করলে উত্তরে সাইফুল ইসলাম শহীদ বলেন, “ জুডিশিয়াল কিলিং ক্ষমা করা হয়নি। শুধু দলীয়ভাবে জামায়াত যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা ক্ষমা করে দেওয়া হয় ” ।
জোট থাকবে কি-না ? মুরাদনগরে জামায়াত একক প্রার্থী দেবে কি? এমন প্রশ্নের উত্তরে জেলা সেক্রেটারি জানান, “ বিএনপির সাথে আমাদের দূরত্ব কৌশলগত। জামায়াত এখনও বিএনপির সাথে জোট ভাঙ্গেনি। জামায়াত এমন ঘোষণাও করেননি। জামায়াতের জোট এখনও আছে”।
এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগন উপজেলা জামায়াতের সাবেক আমীর মনসুর মিয়া। উপাজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, বাইতুল মাল সেক্রেটারি মাওঃ আবুবকর, ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, ১৬নং ধামঘর ইউনিয়নের আমির মাওঃ আব্দুল আওয়াল খন্দকার, সেক্রেটারি এম আলআমিন, উপজেলা জামায়াত নেতা নাজমুস সাকিব তন্ময়, মুরাদনগর ছাত্র আন্দোলনের সমন্বয় এনামূল হক আসিফ প্রমুখ।