শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন

কিডনী রোগাক্রান্ত ঈদগাহ হাইস্কুল ছাত্র মোশারফকে বাঁচাতে এগিয়ে আসুন 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ বার পড়া হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধি।

কিডনী রোগে আক্রান্ত গরীব পরিবারের সন্তান ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন। 

রোগাক্রান্ত মোশাররফ হোসেন, পিতা মিজানুর রহমান, ঈদগাঁও ইউনিয়ন ভাদীতলা। তিনি গত দুইমাস আগে গলায় টনসিলের মত একটা সমস্যা দেখা যায়। সেটি দিনদিন বড় হতে থাকে। তখন চাঁদাতুলে পিতার পরিবারের সাধ্যমত চিকিৎসা করতে থাকে। কিন্তু কোন সমাধান হয়নি। পরে অন্য হাসপাতালে গিয়ে পরীক্ষা দিয়ে ডাক্তার জানায় মোশাররফের একটি কিডনির একাংশ পঁচে গেছে সে কারণে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। 

বর্তমানে মোশাররফের অবস্থা বেশি খারাপ। তার সারা শরীর ফুলে গেছে। এমতাবস্থায় তার চিকিৎসার জন্য ফান্ড গঠনে সিদ্ধান্ত নেয়া হয়। 
আপনাদের অল্প সহায়তায় হয়তো বাঁচতে পারে মোশাররফ। যদি আল্লাহ চান। 

বিকাশ পারসোনাল – 01632715156 
Md Ali Hossain Jishan

বিকাশ পারসোনাল – 01626266786 Sahab Uddin

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ