মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৬ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন ছোট কুমিরা মাষ্টার পাড়ায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নাছির উদ্দিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানা বিএনপির প্রভাবশালী সদস্য এম. শামসুদোহা। তিনি বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও ষড়যন্ত্র মুক্ত হয়নি। আর তারই ধারাবাহিকতায় চেষ্টা হচ্ছে দেশে লুট হামলা ভাংচুরসহ বিভিন্নভাবে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্ঠি করা। শহীদ জিয়ার গড়া বিএনপি এ ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাবে। তিনি বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল।বিএনপি একটি গণমানুষের দল।এই দলের মধ্যে কিছু দুষ্কৃতকারী দলের নাম ক্ষুন্ন পাঁয়তারা করছে। তাদের প্রতি সজাগ থাকার আহবান করেন। তিনি বলেন, বিএনপি সক্রিয় ভাবে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ায় সীতাকুণ্ডের কোথাও কোন মন্দির বা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর উল্লেখযোগ্য কোন ঘটনা ঘটেনি। কুমিরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন গ্রাম গ্রামান্তরে নিয়োজিত থেকে দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ইদ্রিস মিয়া মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শাহাবুদ্দিন,সীতাকুণ্ড থানা বিএনপির সদস্য জনাব জানে আলম বাবুল,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইব্রাহিম,কুমিরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল আলম মন্জু,কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সফল সভাপতি এম.হেলাল উদ্দিন,কুমিরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব এহতেশাম হায়দার টিটু, ফখরুল ইসলাম,কুমিরা ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আনিসুল ইসলাম,লতিফা সিদ্দিক ডিগ্রি কলেজ শাখার আহবায়ক সুজা উদ্দিন, সদস্য সচিব মাহফুজ আলী,কুমিরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক তমাল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদ নাজিম, যুবদলের সভাপতি জিয়া উদ্দিন,সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মস্যজীবি দলে সাধারণ সম্পাদক বেলাল হোসেন আলম, কুমিরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি কুনসুমা, সাধারণ সম্পাদক রাশেদা বেগমসহ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ