সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন       

আবু হেনা স্টাফ রিপোর্টার,ঈদগাঁও কক্সবাজার।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

               
আবু হেনা স্টাফ রিপোর্টার,ঈদগাঁও কক্সবাজার।

কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন সাংস্কৃতিক কর্মীরা। 

শুক্রবার বিকেল কক্সবাজার শহরে শহীদ মিনার স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এই নান্দনিক কর্মসূচী অনুষ্ঠিত হয়। 

এতে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী সংগঠকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়াও মানববন্ধনসহ দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নতুন করে জাতীয় সংগীত পরিবর্তনের দাবী পরাজিত শক্তির ভিন্ন এক মহড়া। এতে জেলা খেলাঘর, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন প্রতিনিধিরা উপস্থিত ছিল। এই মহতী আয়োজনকে সাধুবাদ জানান স্থানীয়রা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ