জলাশ পাহান স্টাফ রিপোর্টার নওগাঁ
ধামইরহাট উপজেলার জাতীয় আদিবাসী পরিষদের কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ০৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার সকাল ১১.৩০ টায় ধামইরহাট উপজেলার হাটখোলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতি করেন ধামইরহাট উপজেলার সাবেক সভাপতি দেবলাল টুডু এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মার্টিন মুর্মু , জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নকুল পাহান , আদিবাসী যুব পরিষদ নওগাঁ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক তিতাস মার্ডি, দপ্তর সম্পাদক শাকিল পাহান।
আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলার উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, ধামইরহাট উপজেলার উপদেষ্টা রবিউল টুডু।
বক্তারা, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রনালয় গঠনের জোর দাবি জানান।
জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলার নবাগত কমিটি গঠনের সর্বসম্মতিতে সভাপতি বিজয় এক্কা, সাধারণ সম্পাদক রিক্তা পাহান, সহ-সাধারণ সম্পাদক সমর উরাও, সাংগঠনিক সম্পাদক মতিন হাঁসদা , নারী বিষয়ক সম্পাদক জোসনা পাহান, সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ হাঁসদা কে নির্বাচিত করে জাতীয় আদিবাসী পরিষদ ধামইরহাট উপজেলার ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সবাইকে নিয়ে আগামী ৩ বছরের জন্য কমিটির তালিকা পূর্নাঙ্গ করা হবে।