
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর অধীনে প্রথম-পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবারেরমত আয়োজিত এই পরীক্ষায় উৎসবমূখর পরিবেশে উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫০ জন শিক্ষার্থী শ্রেণিভেদে অংশগ্রহণ করে।
রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় বিরল মহিলা কলেজ কেন্দ্রে।
সকালে চলমান বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন।
এসময় মহিলা কলেজ এর অধ্যক্ষ এরফানুল হক মিঠু, বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি নুরুল ইসলাম, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি জাহেদা পারভীন মালা, বর্তমান সাধারণ সম্পাদক শামীম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদনা জাকির হোসেন সজল, কোষাধ্যক্ষ মনোয়ারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, কার্যনির্বাহী সদস্য উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রুবেল ইসলাম’সহ অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিব মোশারফ হোসেন জানান প্রথমবারেরমত আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, শহীদ নূর মেমোরিয়াল ক্যাডেট স্কুল এন্ড কলেজ, বিরল নিউ সোপান ক্যাডেট স্কুল, রংধনু রেসিডেন্সিয়াল মডেল স্কুল, বিসমিল্লাহি রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, মডার্ন ক্যাডেট এন্ড রেসিডেন্সিয়াল স্কুল, বিরল ন্যাশনাল ক্যাডেট স্কুল, ফুলকপি একাডেমি, পুশিরন স্কুল, ফাতেমা মেমোরিয়াল স্কুল, মঙ্গলপুর রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ডেফোডিল প্রিপারেটরি স্কুল, উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল, বিরল গ্রীন স্কুল, কালিয়াগঞ্জ মেমোরিয়াল স্কুল, বিরল কিন্ডারগার্টেন স্কুল, বুনিয়াদপুর আইডিয়াল ক্যাডেট স্কুল, রাজুরিয়া মডেল স্কুল, সিটি স্কুল এন্ড কলেজ, অ্যাডভান্সড ইংলিশ মিডিয়ায় স্কুল, কালিয়াগঞ্জ নিউ মডেল স্কুল এন্ড কলেজ, বেগম রোকেয়া রেসিডেন্সিয়াল স্কুল, বোর্ডহাট সেন্ট্রাল ক্যাডেট স্কুল, পুলহাট ক্রিয়েটিভ স্কুল, ভান্ডারা নিউ মডেল স্কুল ও আদিয়া রেসিডেন্সিয়াল স্কুল।
তিনি আরো জানান শ্রেণিভেদে ৭৫০ জন শিক্ষার্থী ১২টি কক্ষে পরীক্ষায় দিচ্ছে। এরমধ্যে ২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান’সহ আরো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।