
উসমান গনি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকের উপজেলাধীন ফুলবাড়ীয়া ইউনিয়নের মজিদচালা প্রগতি ক্রীড়া বিহঙ্গ ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করেন গাজীপুর ০১ আসনের বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী জনাব মেয়র মজিবুর রহমান। জনাব মোঃ মোফাজ্জল হোসেন (চেয়ারম্যান, বি.আর.ডি.বি, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর) এর শুভ উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্টটি শুরু হয়।খেলাটি ফুটবল ফেডারেশনের দক্ষ রেফরি (ব্রাহ্মণবাড়িয়া) শেখ সোরাফ জালালী পরিচালনা করেন।
ফুটবল খেলার অর্ধ বিরতির সময়ে মাননীয় প্রধান অতিথি খেলার পুরু মাঠ প্রদর্শন করে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন এবং উভয় দলের খেলোয়ারদের সাথে কুশল বিনিময় করেন।
ফুটবল টুর্নামেন্টে মাওনা ইউনিয়নের বড়বাইদ ফুটবল একাদশ ১-০ গোলে মির্জাপুর ফুটবল একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।বিজয়ী দল কে প্রথম পুরষ্কার হিসেবে প্রাইসমানি (৫০,০০০/-) টাকা এবং পরাজিত দল কে ২য় পুরস্কার হিসেবে প্রাইসমানি (৩০,০০০/-) টাকা দেওয়া হয়। এছাড়াও ফাইনাল টুর্নামেন্ট এ সেরা খেলোয়ার হিসেবে বড়বাইদের খেলোয়ার মোঃ মেরাজ হাসান কে ক্রেষ্ট প্রদান করেন মাননীয় প্রধান অতিথি।
টুর্নামেন্ট এর প্রধান পৃষ্ঠপোষক: জনাব মোঃ সাইজুদ্দিন আহমেদ (সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি) বরেণ্য অতিথি হিসেবে সরাসরি খেলায় অংশগ্রহণ করেন জনাব মোঃ মোকলেসুর রহমান ( প্রধান শিক্ষক, জাথালিয়া মজিদচালা উচ্চ বিদ্যালয় ও সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, কালিয়াকৈর উপজেলা, গাজীপুর।
আরো উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব এ্যাড. মোঃ জাকিরুল ইসলাম, এন- আহশাম ফুডস্ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও ফুলবাড়ীয়া ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ‘র সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হুসাইন, খেলায় সভাপতিত্ব করেন : জনাব মোঃ আফজাল হোসেন (সভাপতি, মজিদচালা প্রগতি ক্রীড়া বিহঙ্গ ক্লাব) সঞ্চালনায় : মোঃ নাজমুল হোসেন সাধারণ সম্পাদক, অত্র ক্লাব, সার্বিক ব্যবস্থাপনায়: মোঃ এরশাদ আলী (ক্রীড়া সম্পাদক), অত্র ক্লাব সহ ক্লাবের সকল সদস্য। মজিদচালা মাঠে কানায় কানায় দর্শক সরাসরি খেলাটি উপভোগ করেছেন।