
সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
সিরাজগঞ্জ ৬ শাহজাদপুর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রফেসর ডঃ এম এ মুহিত এর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী (২১ ডিসেম্বর) রবিবার দুপুর ১২ টায় শাহজাদপুর উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রফেসর ডঃ এম এ মুহিত এর মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
শাহজাদপুর উপজেলা বিএনপির ও শাহজাদপুর পৌর বিএনপি'র নেতৃবৃন্দদের সাথে নিয়ে শাহজাদপুর উপজেলা রিটার্নিং অফিসারে কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ও শাহজাদপুর পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতাকর্মীরা বলেন, প্রফেসর ডঃ এম এ মুহিত দীর্ঘদিন ধরে শাহজাদপুর উপজেলার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে এই আসনে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে পরিচিত। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে।