
উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোঃ শাহজাহান ফকির গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছেন বলে তাঁর পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বর্ষীয়ান এই নেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে শ্রীপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে শ্রীপুর উপজেলা বিএনপির হাল ধরা এই নেতার সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিচ্ছেন দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা।
পারিবারিক ও দলীয় সূত্র জানায়: শাহজাহান ফকির বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে তাঁর ছেলে এবং স্বজনরা সকল স্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
শাহজাহান ফকিরের পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, "তিনি (শাহজাহান ফকির) বর্তমানে বেশ অসুস্থ। আমরা তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া চাচ্ছি। শ্রীপুরবাসীসহ দেশের সকল মানুষের কাছে আমাদের বিনীত অনুরোধ—আপনারা উনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।"