
ঠাকুরগাঁও প্রতিনিধি :
মোঃ রবিউল আউয়াল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও–সাধুবান্ধা গ্রামের গরিব কৃষক আমিজ উদ্দিনের গমখেতে বিষ প্রয়োগ ও আমগাছ ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, শনিবার (১৯ ডিসেম্বর) রাতের আঁধারে দুর্বৃত্তরা আমিজ উদ্দিনের গমখেতে বিষ প্রয়োগ করে প্রায় ৩৮ শতক জমির ফসল নষ্ট করে দেয়।
একই জমিতে থাকা প্রায় ১১০টি আমগাছ ভেঙে ফেলা হয়। শনিবার দুপুরে খেতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক আমিজ উদ্দিন। তিনি জানান, একই এলাকার বাসিন্দা ও পেশায় স্বাস্থ্য বিভাগের কর্মচারী আব্দুস সোবহানের সঙ্গে তার জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও মামলা চলমান রয়েছে। তারই জড়িত থাকার অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দুর রউফ বলেন, “এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। গরিব কৃষকের জীবিকার ওপর আঘাত করা হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক।”ভুক্তভোগী কৃষকের ছেলে আবু বক্কর বলেন, “আমার বাবা একজন অসহায় কৃষক। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযুক্ত আব্দুস সোবহান অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”