রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন

শ্রীপুরে মহিলা কাউন্সিলর নাজমা বেগমের বিএনপিতে যোগদান

উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।

শনিবার ২০ ডিসেম্বর ২০২৫ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন শ্রীপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নাজমা বেগম তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

যোগদানের সময় শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মেয়র পদপ্রার্থী কর্মীবান্ধব খোকন প্রধান বলেন,
“মহিলা কাউন্সিলর নাজমা বেগমের বিএনপিতে যোগদান শ্রীপুর পৌর বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। নারীদের সক্রিয় অংশগ্রহণ ও তৃণমূলের সমর্থন বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন।”

অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন,
“বিএনপি গণমানুষের দল। ত্যাগী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততায় দল আরও গতিশীল হয়। নাজমা বেগমের মতো একজন দায়িত্বশীল নারী জনপ্রতিনিধির যোগদান গণতান্ত্রিক আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখবে।”

মহিলা কাউন্সিলর নাজমা বেগম বলেন,
“দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই দলে যোগদান করেছি। শ্রীপুর পৌর এলাকার উন্নয়ন এবং নারী সমাজের ক্ষমতায়নে সক্রিয়ভাবে কাজ করে যাব।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ যোগদানকে দলের জন্য আশাব্যঞ্জক ও ইতিবাচক অগ্রগতি হিসেবে অভিহিত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ