শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

বোয়ালখালীতে স্মারক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম,
বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে দ্বিতীয়বারের মতো স্মারক মেধাবৃত্তি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

১৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে স্মারক মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ ইং।

শুক্রবার( ১৯ ডিসেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ ও কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসা পর্যায়ের ১৫ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

স্মারক মেধাবৃত্তি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নূরুল হুদা ও সচিব মনিরুল হক ইসমাম জানান, শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ, অধ্যয়নমনস্কতা বৃদ্ধি এবং শিক্ষায় আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পাশাপাশি পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ইব্রাহিম খান (সৌরভ), পরীক্ষা নিয়ন্ত্রক সায়েদুল ইসলামসহ সদস্য ও স্বেচ্ছাসেবকদের সার্বিক তদারকিতে সুশৃঙ্খলভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হয়।

পরিদর্শন শেষে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, স্মার্ট, দায়িত্বশীল ও মেধাভিত্তিক নাগরিক গড়ে তুলতে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক দক্ষতা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টিতে এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ