শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

দিনাজপুরে নতুন আলু উঠলেও দামে হতাশ কৃষকরা

মো: সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।

দিনাজপুর জেলায় নতুন আলু উঠতে শুরু করেছে। জমিতে আলুর ফলন ভালো হলেও বাজারদর নিয়ে চরম হতাশায় ভুগছেন কৃষকরা। বর্তমানে পাইকারি বাজারে নতুন আলুর দাম কেজিপ্রতি মাত্র ১১ টাকা হওয়ায় উৎপাদন খরচ তুলতেই পারছেন না তারা।

কৃষকদের ভাষ্য, সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় আলু উৎপাদনে খরচ অনেক বেশি পড়েছে। অথচ বাজারে আলুর দাম এতটাই কম যে লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে।

কৃষক শরিফুল ইসলাম বলেন,
“১১ টাকা কেজি দরে আলু বিক্রি করে কোনো লাভের আশা করা যায় না। আলুর দাম যদি কমপক্ষে ২০ টাকা হতো, তাহলে কোনোভাবে খরচ তুলতে পারতাম।”

এ বিষয়ে আরেক কৃষক জনাব সাদ্দাম হোসেন বলেন,
“এ বছর আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় আমরা হতাশ। সব দিক বিবেচনা করে যদি আলুর দাম ১৮ থেকে ২০ টাকা হতো, তাহলে অন্তত আমাদের কিছুটা স্বস্তি মিলত।”

অন্যান্য কৃষকরাও জানান, বর্তমান বাজারদর কৃষকদের জন্য অত্যন্ত হতাশাজনক। তারা বলেন, ন্যায্য মূল্য না পেলে কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবেন অনেকেই। এতে ভবিষ্যতে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকদের দাবি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করে আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করবে। তাদের মতে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ