
রিয়াজুল ইসলাম আলম,, দেবহাটা প্রতিনিধি।।
দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসে র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ১১টায় শুরুতে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ও বিদেশগামীদের সচেতনতায় ভিডিও প্রদর্শনী উপস্থাপন করেন সাতক্ষীরা টিটিসির ইন্সট্রাক্টর (ইলেকট্রনিক্স) সুমন চন্দ্র সরকার।
দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটার সাবেক আহবায়ক মুজাহিদ বিন ফিরোজসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনবৃন্দ।
সভায় জানানো হয়, প্রায় ১ কোটি বাংলাদেশী নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে থেকে আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তাই তাদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি বিদেশ গমনেচ্ছু সকলকে সরকারের নির্দেশনা মান্য করে কোন দালাল চক্রের খপ্পরে না পড়ে সঠিক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বৈধভাবে বিদেশ যাওয়ার পরামর্শ দেয়া হয়। আর এজন্য সকলকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।