শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

চিতলমারীতে আল-ফালাহ্ ক্যাডেট একাডেমির উদ্বোধন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।

বাগেরহাটের চিতলমারীতে আল-ফালাহ্ ক্যাডেট একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় খান টাইলস্রে তৃতীয় তলায় এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।

আল-ফালাহ্ ক্যাডেট একাডেমির পরিচালক মোহাম্মদ আলী খানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, চিতলমারী সরকারি সামচুন্নেসা মেমোরিয়াল মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ হাফিজুর রহমান, কচুয়া নুরে মদিনা মাদ্রাসার পরিচালক মোঃ হুসাইন আল আজাদ, মোঃ আলী খান ও মীর মনিরুজ্জামান প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ