
কয়রা (খুলনা) প্রতিনিধি:
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দূরবানীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ১৮ ডিসেম্বর ২৫ ইং বৃহস্পতিবার বিকেল ৪টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নওরোজ পত্রিকার সম্পাদকের নিঃশর্ত মুক্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরনের ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান । কর্মসূচি থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কয়রা প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ হারুন অর রশিদ, দৈনিক সমকাল প্রতিনিধি শেখ সিরাজুদ্দৌলা লিংকন, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ইউনুস আলী, খুলনা টাইমসের প্রতিনিধি আল-আমিন, দৈনিক সময়ের খবরের প্রতিনিধি, নুরুল আমিন পলাশ দৈনিক নওরোজ প্রতিনিধি নূরুল আমিন পলাশ ও দৈনিক আলোর বাংলাদেশ প্রতিনিধি রেজোয়ানুল করিম সহ কয়রা উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।