
কয়রা খুলনা প্রতিনিধ :
খুলনার কয়রা উপজেলায় রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় শীতার্ত দুস্থ মানুষের মাঝেশীতবস্ত্র হিসেবে এলাকায় ১৫০জন শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ মোছাম্মৎ রাবেয়া খাতুন নির্বাহী পরিচালক রক্তিম নারী ও শিশু উন্নয়ন সংস্থা । এতে প্রধান অতিথি ছিলেন মনিরুজ্জামান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুল্লাহ আল গালিব ও কয়রা উত্তরণ ম্যানেজার আলতাফ হোসেন লাভলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।