বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

রামগঞ্জে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

শরিফুল ইসলাম ভূঁইয়া, রামগঞ্জ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় তিন শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচছা -সংবর্ধনা ও পুরস্কার প্রদান করেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় মহান বিজয় ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোহাম্মদ জিয়াউল হক , থানা ওসি তদন্ত আবদুল জলিল, উপজেল মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদ , বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আলম মনু প্রমুখ।

এর আগে রামগঞ্জ সোনাপুর চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় বিজয় স্তভে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মরণে দিবসের প্রথম প্রহর থেকে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন ও উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রামগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা,পুলিশ,বিএনসিসি,আনসার ব্যাটালিয়াম,আনসার ও ভিডিপি,স্কাউট, গার্লস গাইড, বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ গ্রহন করেন।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাদ যোহর জাতির শান্তি অগ্রগতি এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় মসজিদে দোয়া প্রার্থনা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ