মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

লক্ষ্মীপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার ভোরের প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর শহরের ঝুমুর এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা বিএনপির উদ্যোগে একটি শৃঙ্খলাবদ্ধ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে শেষ হয়। মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নেতৃবৃন্দ।

নেতারা বলেন, মহান বিজয়ের চেতনায় উদ্ভাসিত হয়ে একটি কলঙ্কমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন দিনের সূর্যোদয়ের মতোই নতুন দিগন্তে দেশের ভবিষ্যৎ আলোকিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ