চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামী বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ টায় উপজেলা মোড়ে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম ও মাওলানা গাজী আনিসুর রহমান প্রমূখ।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল শেষে বর্ণাঢ্য র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। #