মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন।

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

সিরাজগঞ্জ শাহজাদপুরে মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫ উদযাপন করা হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
মহান বিজয় দিবসটি উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে শাহজাদপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার মাসফিকা হোসেন । এতে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় মাসফিকা হোসেন বলেন মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান। তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিজয় অর্জন করে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শেষে মুক্তিযুদ্ধের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষ পর্যায়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ