
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
দিনাজপুরে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে দিনাজপুরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, হাসপাতাল, কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন।
দিবসের দ্বিতীয় প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ও পুলিশ সুপার জেদান আল মুসা। পরে সদরের চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ, জেলা জাতীয় পার্টি, দিনাজপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জন অফিস, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিস্ট পার্টি, জেলা জাগপা, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকাল সাড়ে ১০টায় শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধে বীর সন্তানদের সংবর্ধনা প্রদান করে জেলা প্রশাসন। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।