মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

কালিয়াকৈর মডেল প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি ইমারত, সম্পাদক হুমায়ুন কবীর

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি মোঃ ইমারত হোসেন (দৈনিক জনকন্ঠ) ও সাধারন সম্পাদক হুমায়ুন কবীর (দৈনিক আজকালের খবর) নির্বাচিত হয়েছেন।

সোমবার কালিয়াকৈর মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল হোসাইন।

সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ও উপজেলা ভুমি অফিসের কানুনগো আব্দুল আলীম, অপর নির্বাচন কমিশনার ও দীপ্ত টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি, প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ বিভিন্ন প্রেসক্লাবের নেতৃ বৃন্দ। নবগঠিত প্রেসক্লাবের ১৫ সদস্য কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক সাগর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আফসার খান বিপুল, অর্থ সম্পাদক ফজলুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাসুদুর রহমান, যুব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান, আইন ও সাহিত্য সসম্পাদক কামরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক মোরশেদুল আলম পালন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, নির্বাহী সদস্য মোশারফ সিকদার ও জাকির হোসেন।

তারিখ- ১৫.১২.২০২৫ইং

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ