
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিরল মুক্ত দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুরের বিরলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর সভাপতিত্বে থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারণ করে বীরমুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুল লতিফ, শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া বেগম, সমবায় অফিসার হাফিজুর রহমান, পৌর বিএনপি সভাপতি লিয়াকত আলী, প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।