
জামালপুর প্রতিনিধি মো: লিটন রাজ।
বিএনপি দলের নাম ফুকাশ করে নেতা পরিচয়ে বালু উত্তোলন করে বিক্রি করে যাচ্ছে। জানা যায় - নাম ফুকাশকারী বালু ব্যবসায়ী মো: ওবায়দুল দির্গদিন ধরে মেলান্দহ নয়ানগর ব্রহ্মপুত্র নদী ও কৃষকের ফসলের জমি জোরপূর্বক বালি উত্তোলন করে যাচ্ছে। এসব গাড়িগুলো অনিয়ম ভাবে রাস্তা দিয়ে ঢাকনা বিহীন অবস্হায় বালুর গাড়ি চলাচল করে যাচ্ছে।
এলাকাবাসী আমাদেরকে জানায়- রাস্তা দিয়ে তৃব্রগতিতে চালিয়ে যাচ্ছে বালুবহনকারী গাড়ি। এতে সরকারি নির্মাণকৃত জণপথ ভেঙ্গে রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে, তাছাড়া রাস্তার দুপাশে থাকা বাড়িঘরে অবস্হানকৃত মানুষদের ভয়াবহ শিরীরিক অসুস্থতার লক্ষণ দেখা যাচ্ছে। অনিয়মকারী বালু বহনকারী গাড়িগুলোকে প্রতিবাদ করলেও কোন আমলে নিচ্ছে না। অতএব -এদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা অতি জরুরী হয়ে পরেছে।