বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

সততা ও দক্ষ নেতৃত্বই পারে দেশকে বদলে দিতে:দিনাজপুরে জাহিদুল ইসলাম

মো: সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, দেশের স্বার্থবিরোধী দূর্নীতিবাজ, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, “আমরা কাউকে বিরোধিতা করতে চাই না; তবে যারা দূর্নীতিতে জড়িত, দেশের সম্পদ লুটপাট করে, জনগণের ক্ষতি করে—তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

১০ ডিসেম্বর (বুধবার) দিনাজপুর ইনস্টিটিউট মাঠে দিনাজপুর-৩ উন্নয়ন ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ছাত্র-যুব-নাগরিক সমাবেশ ২০২৫–এ প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, আগামী দিনে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতৃত্বই দেশকে দূর্নীতিমুক্ত পথে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি দাবি করেন, ১৯৭১-এর স্বাধীনতার স্বপ্নকে ভুলভাবে ব্যবহার করে স্বাধীনতার পরপরই বাকশাল প্রতিষ্ঠা এবং রক্ষীবাহিনীর মাধ্যমে ভিন্নমত দমনের পথ তৈরি হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষসহ বিভিন্ন ঘটনার মাধ্যমে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, অতীত ক্ষমতাসীনদের সময় পিলখানা ট্রাজেডি, শাপলা চত্বরের ঘটনা, গুম-খুন ও রিমান্ডে নির্যাতনের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। এসব অন্যায়ের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশব্যাপী গণআন্দোলনে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করেছে বলেও তিনি দাবি করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মাঈনুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও রাবি শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমীর মেহরাব আলী এবং সঞ্চালনা করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন ও সেক্রেটারি কামরুল হাসান রাসেল।

সভায় আরও বক্তব্য রাখেন—
সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল্লাহ সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ (উত্তর) জেলা সেক্রেটারি মুফতি খায়রুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, খেলাফত আন্দোলনের জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জাগপার জেলা সভাপতি বাপ্পি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রূপম এবং শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ