
জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন মোহনায় এ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধনে উপস্থিত ছিলেন নবাগত চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,শিক্ষক- শিক্ষার্থী,প্রিন্টিং ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের দিবসের প্রতিপাদ্য- ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। বরাবরের মতো এবারও চকরিয়া,কক্সবাজারসহ দেশের প্রতিটা উপজেলা,জেলায় বড় পরিসরে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
এদিকে জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনেস্ট করাপশনে (আনকাক) সই করা দেশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে বলে বক্তারা নিশ্চিত করেন।
এদিন সবার দাবির প্রেক্ষিতে টোল ফ্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে ১০৬ নম্বরে কল করার জন্য আহবান করা হয়।