বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

দিনাজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা, অদম্য নারীদের সম্মাননা প্রদান এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ মোহাম্মদ শরীফ।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোরশেদ আলী খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, চিকিৎসক ডাঃ মমতাজ বেগম পলি, এনজিও প্রতিনিধি সেবাস্টিয়ান পিউরিফিকেশন, শাহনাজ শিরিন এবং সমাজসেবক নাজমা মসির।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই—ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি।”

আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে এবং উপজেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ