বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

টেকনাফ সড়কে ট্রাক-সিএনজি মুখোমুখী সংঘর্ষে নিহত-২

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধি।

টেকনাফ সড়কে সিএনজি- ট্রাক মুখোমুখি ধাক্কায় চালক সহ ২ জন ঘটনাস্থলে নিহত হয়েছে।

৯ ডিসেম্বর দুপুর ২টারদিকে টেকনাফ হতে উখিয়া কুতুপালংগামী মাছ বোঝাই ট্রাক (চট্টমেট্টো-ন -১১-৮৩১৭) হ্নীলা আলীখালী সৌর বিদ্যুৎ গেইট সংলগ্ন এলাকায় পৌছঁলে টেকনাফগামী সিএনজি (কক্সবাজার-থ-১২-) এর সাথে মুখোমুখী সংঘর্ষ হলে সিএনজি সড়ক হতে খাদে ছিটকে পড়ে। এ সময় সিএনজি গাড়ির চালক হ্নীলা মৌলভী বাজারের মোঃ সেলিমের পুত্র মোঃ ফারুক (২৭) এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের পুত্র ইমান হোছন (২৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় রোহিঙ্গা ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

দুঘর্টনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ সার্জেন মোঃ শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ ট্রাক ও সিএনজি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ নুরুল আবছার সংবাদকর্মীদের জানান,এই ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ###

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ