সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

‎বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ফসল ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের অভিযোগে সংবাদ সম্মেলন

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎বিরলে চাঁদার দাবিতে ভুট্টা ফসল ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষাবাদের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী। পরিবারের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা।

‎রবিবার বিকালে বিরল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ০৮ ধর্মপুর ইউনিয়নের বামনগাঁও গ্রামের আহসান আলী এর ছেলে মোঃ মিজানুর রহমান (৫৫) জানান, বিবাদী একই ইউনিয়নের ধর্মপুর মিরাপাড়া গ্রামের মোঃ সামসুদ্দীন এর ছেলে ০৮নং ধর্মপুর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ আরিফ হোসেন (৪২) ও বামনগাঁও এর মোঃ হবিবর রহমান এর ছেলে ০৮নং ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম তেহেরান (৪০)কে দাবিকৃত চাঁদার টাকা দিতে রাজি না হলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় বিবাদীগণেরা আবারো আমার কাছে চাঁদার টাকা আদায় করতে না পারার জের ধরে ০৭ ডিসেম্বর-২০২৫ রবিবার সকাল ১০ টায় একই উদ্দেশ্যে হাতে লোহার রড, কোদাল ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে তাদের ভাড়া করা ট্রাক্টর (হেরো) দিয়ে বামনগাঁও মৌজায় আমার ভোগদখলীয় জমিতে যা আমার রোপন করা ভুট্টা ফসল ক্ষেতে হাল চাষ করে আনুমানিক আঠাশ হাজার টাকা ক্ষতিসাধন করে। সে সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে আমাকে ঘটনার বিষয়ে অবগত করলে আমিসহ আমার পরিবারে লোকজন আমার জমিতে গিয়ে বিবাদীদ্বয়কে আমার রোপন করা ভূট্টা ফসলে হাল চাষ করে ক্ষতিসাধন করার বিষয়ে জিজ্ঞাসা করলে বিবাদীদ্বয় আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারপিট করার জন্য উদ্ব্যত হয় এবং আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে। বিবাদীগণেরা আরো বলে আমাদের চাঁদার টাকা না দেয়ার জন্য আজকে এই কাজ করলাম পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতিসাধন করব এমনকি আমাকে ও আমার পরিবারের লোকজনকে রাস্তা ঘাটে একাকী দেখতে পেলে মারপিট করে লাশ গুম করার হুমকি প্রদান করে। ঘটনার বিষয়ে বিরল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
‎কত টাকা চাঁদা দাবি করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে জানান তিনি। কোন স্থানে কিভাবে চাঁদা চাওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে জানানো হয় রবিউল ইসলাম তেহেরান মেম্বার এর বাড়ীতে সেসহ আরিফ হোসেন চাঁদা দাবি করেন। বর্তমানে মিজানুর রহমান চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনকালে মিজানুর রহমানসহ তাঁর বোন আকতার বানু ও বোনজামাই করিমুল ইসলাম সাথে উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ