সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

বাগেরহাটে বাস শ্রমিক ইউনিয়নের এক অংশের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি ঃ

খুলনা বিভাগীয় শ্রমঅধিদপ্তর কতৃক অবৈধ ঘোষনাকৃত বাগেরহাট আন্তঃজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অনিয়ম দূর্নীতি তুলে ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবে সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন এই সমিতির একাংশের সভাপতি
আবুল কাশেম সেলিমভ’ইয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আন্তঃ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন ইউনিয়ের সাধারন শ্রমিকদের দাবীর কারণে শ্রম অধিদপ্তরের
অধীনে একটি সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আমরা নির্বাচিত হই এবং শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করি। যার তিনি এবং সাধারন সম্পাদক শেখ জাহিদুল ইসলাম সহ মোট ১৩ (তের) জনের কমিটি বৈধভাবে গঠন করা হয়।

উক্ত কমিটি পরিচালনায় ব্যাঘাত ঘটানোর জন্য বিভাগীয় শ্রম দপ্তর খুলনা কর্তৃক অবৈধ ঘোষনা করা বাস মালিক সমিতির নামে একটি কুচক্রীমহল বিভিন্ন ভাবে
ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত আছে। তারা বিভিন্ন জায়গা থেকে অত্র প্রতিষ্ঠানের নামে অবৈধভাবে তারাই চাঁদা উত্তোলন করে আসছে।

লিখিত বক্তভ্যে তিনি আরো বলেন, শ্রমিকদের পক্ষ থেকে আমি আপনাদের মাধ্যমে বাগেরহাট জেলা বি.এন.পি সহ জেলা আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলকে অবহিত করতে চাই, গত ০৯ নভেম্বর ২০২৫ পুনরায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে বাগেরহাট পুলিশ সুপার, সদর থানা ও বাগেরহাট এর নেতৃবৃন্দ বরাবর একটি চিঠি প্রদান করেছেন। যেটা আমাদের দায়িত্বকে আরো শক্তিশালী ও অনুপ্রানিত করতে উদ্দ্যম যুগিয়েছে। এই ব্যাপারে আমরা বাগেরহাট জেলা
প্রশাসক মহোদয় ও পুলিশ সুপার মহোদয়কে অবহিত করেছি। তাদের পরামর্শ ও আন্তরিক সহযোগিতায় আমাদের কর্মক্ষেত্রে সঠিকভাবে পথ দেখিয়েছে।

যেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তৃব্য সুশৃঙ্খলার সাথে সফল ভাবে পালন করতে পারি সেই ব্যাপারে
সাংবাদিক ভাই ও শ্রমিক ভাই সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ