সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

বোচাগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি।

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বোচাগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) বোচাগঞ্জ উপজেলা ও সেতাবগঞ্জ পৌর যুবদলের যৌথ উদ্যোগে বোচাগঞ্জের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, জামাল উদ্দিন, নাহিদ ইসলাম, মোঃ শাহজাহানসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বোচাগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব রায়হান রুবেল, যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক, রাজু, শামীমুর রহমান শামীমসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
একইসঙ্গে সেতাবগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মনোয়ার ইসলাম সবুজ সরকার, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান সরকার ও নবাব আলীসহ পৌর যুবদলের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ ফারুক ও রায়হান রুবেল। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলমগীর শাহ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রীর সুস্থতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং দলীয় ঐক্য ও সংহতি বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ