
মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে শহরের ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আবু রায়হান রহমানী।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, হাফিজুর রহমান, মাহবুব রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, আমিনুল ইসলাম মুন্না, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মন্ডল বকুলসহ যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। তিনি বলেন,
“রাজনৈতিক মতভেদ ভুলে দেশের সর্বস্তরের মানুষ আজ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। তিনি দেশের গর্বিত একজন নেত্রী। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জাতির জন্য অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। আমরা আজকের এই দোয়ার মাধ্যমে তাঁর দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনা করছি। আল্লাহ তায়ালা তাকে সম্পূর্ণ সুস্থতা দান করুন।”
বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন ইতিহাস স্রষ্টা নেত্রী। তার অসুস্থতার খবরে সারা দেশের মতো দিনাজপুরেও বিভিন্ন সংগঠনের ব্যানারে ধারাবাহিকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।