শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার নবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহামেদ তার নিজস্ব আইডি থেকে আবেগঘন স্ট্যাটাস প্রকাশ করেন।
দীর্ঘদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বাস্তবমুখী পোস্ট করেছেন। যা হুবহুব তুলে ধরা হল।
১৯৮৬ তে নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে SSC পাস করেই এলাকা ছেড়ে চলে যাই ঢাকায়। ছাত্র হিসেবে ভালোই ছিলাম। ১৯৮৮ তে ঢাকা নটোরডেম কলেজ থেকে HSC, এরপর ঢাকা সিটি কলেজ থেকে Graduation শেষ করে ভর্তি হলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বহু বছর ঢাকায় থাকার পর আবার চলে এলাম নিজ এলাকায়,শুরু করলাম নিজের ব্যবসা। ব্যবসায়ী হিসেবেও খুব ভালো করছিলাম, (এখনো আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী)।
১৯৯৮ সনের ভয়াবহ বন্যায়, অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর পর, তাদের মুখের হাসি আর দু হাত তুলে দোয়া! কি যে ভালো লেগেছিল !! সেই থেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে পথ চলা। তখনও সমাজে এতটা রাজনীতির প্রভাব ছিলোনা। মুরুব্বীদের সম্মান ছিল, সৎ ও ভালো মান