রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা, প্রতিনিধি(হেলাল উদ্দীন):
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা, প্রতিনিধি(হেলাল উদ্দীন):

চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার দুপুরে দর্শনা পুরাতন বাজারের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃতদের দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

যৌথবাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত শহর দর্শনার পুরাতন বাজারে অবস্হিত মো. টিপু তরফদারের বাড়িতে অবৈধ অস্ত্র নিয়ে একদল যুবক গোপনে মিটিং করছে। সে মোতাবেক বাড়িটি ঘিরে তল্লাশি শুরু করে যৌথবাহিনী। ১৫-২০ জন প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। বাকি ৬ জনকে আটক করা হয়। তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

আটককৃতরা হলেন- জীবননগর কাশিপুরের বাহার আলীর ছেলে মমিনুল (২৪), দর্শনার ইসলাম বাজারের চঞ্চলের ছেলে ফয়সাল (২২), একই এলাকার আলীর ছেলে সাকিব হাসান (২০), দর্শনা কেরু হাসপাতাল পাড়ার আসিফ (২১), দর্শনা কেরু পাড়ার তসলিমের ছেলে সাব্বির হাসান (১৮) ও দর্শনা ইসলামবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে তাজউদ্দিন (২৩)।দর্শনা থানার সেকেন্ড অফিসার নুর ইসলাম জানান, যৌথবাহিনী ঐদিন বেলা ২টার দিকে ৬ জনকে দর্শনা থানায় সোপর্দ করলে প্রসিকিউশনের ১৫১ ধারায় তাদেরকে কোর্টে চালান করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় দায়িত্বপ্রাপ্ত যৌথবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল জয়নাল আবেদিন জানান, অবৈধ অস্ত্র থাকতে পারে- এমন খবর পেয়ে বাড়িটি তল্লাশি করা হয়। ৬ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। তবে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ