1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় চৌগাছায় এক নারীর মৃত্যু। নরসিংদীতে ১২ ডিসেম্বর জেলা হানাদার মুক্ত দিবস পালিত। রায়পুরা উপজেলার সাংবাদিক দের সাথে, নবাগত ইউ,এন,ও র মতবিনিময় সভা। সাতক্ষীরায় ইউএনওর অভিযানে চিংড়িতে পুশ করায় ১লক্ষ টাকা জরিমানা। দেশে ফিরেছেন মির্জা ফখরুল উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক দুম্বার মাংস বিতরণ । সীতাকুণ্ডের কুমিরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজস্থলীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। বাগেরহাটে ছাত্রদল নেতার গুমের সাথে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ধামরাইয়ে আশরাফ চৌধুরী উচ্চবিদ্যালয়ে ক্লাস পার্টি নানা আয়োজনে।

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারের হুমকি “আমরা প্রতিশোধ নেবো”

শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভারতীয় হ্যাকারের হুমকি "আমরা প্রতিশোধ নেবো"
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রাম জেলার নারী শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে। ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিয়েছে। স্কুলটির শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। পরে স্কুলটির ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে হ্যাকড হওয়ার সত্যতা পাওয়া গেছে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, গণঅভ্যুত্থানের পর বিদ্যালয় খুললে তারা ওয়েবসাইটটি হ্যাকড হওয়ার বিষয়টি জানতে পারেন। ধারণা করা হচ্ছে, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলন চলাকালে ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বৃহস্পতিবার পর্যন্ত সাইটটি নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারেনি স্কুল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের নির্দেশনা ও নোটিশ এই সাইটে প্রকাশ করা হতো। শিক্ষার্থীরা ওয়েবসাইট থেকেই যাবতীয় তথ্য সংগ্রহ করতো। কিন্তু সাইটটি হ্যাকড হওয়ায় তা আর সম্ভব হচ্ছে না।

স্কুলটির সহকারী শিক্ষক রেমাউল ইসলাম বলেন, স্কুলের নিজস্ব ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি আমরা শিক্ষার্থীদের মাধ্যমে জানতে পারি। সাইটটি ডেভেলপ করেছে ‘পি-সফট করপোরেশন’ নামে একটি আইটি প্রতিষ্ঠান। এটির রক্ষণাবেক্ষণও তারাই করে। হ্যাকড হওয়ার বিষয়টি তাদের জানানো হয়েছে। তারা সাইটটি পুনরুদ্ধারের চেষ্টা করছে।

‘প্রায় তিন সপ্তাহ আগে আমরা পি-সফট করপোরেশকে সাইট উদ্ধারের জন্য জানিয়েছি। কিন্তু এখন পর্যন্ত সাইটটির নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।’ যোগ করেন শিক্ষক রেমাউল।

স্কুলটির ওয়েবসাইট ঠিকানা https://www.kurigramgghs.edu.bd/ – ব্রাউজ করে দেখা গেছে, তাতে লোগো সহ লেখা ‘HACKED BY INDIAN CYBER DAYAN SQUAD’।

শুধু তাই নয়, হ্যাকার গ্রুপটি বাংলাদেশ সরকারকে সতর্ক করে লিখে রেখেছে, ‘হ্যালো প্রিয় সরকার! তোমাদের কিছু লোকজন আমাদের ভারতীয় সাইবার স্পেস স্পর্শ করেছে, আমরা প্রতিশোধ নেবো। আমরা ভারতীয়। আমরা গোটা বিশ্বে নেতৃত্ব দিচ্ছি। ভারতীয়দের ঘাটতে এসো না।’

হ্যাকাররা ওয়েবসাইটটি পুনরুদ্ধার করে নিরাপত্তা হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। একইসঙ্গে পরে সতর্ক থাকার কথাও জানিয়েছেন তারা।

সাইট‌টি ভারতীয় হ্যাকাররা হ্যাক করেছে নিশ্চিত ক‌রে পি-সফট করপোরেশ‌নের চেয়ারম্যান মোস্তা‌ফিজুর রহমান বলেন, ‘এগু‌লো ভারতীয় হ্যাকার গ্রুপের কাজ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হাজা‌রেরও বেশি সাইটে তারা সাইবার হামলা চালিয়েছে। এর মধ্যে আমা‌দের কোম্পা‌নির প্রায় ৭০টি সাইট হ্যাকড হ‌য়ে‌ছিল। বেশির ভাগ ঠিক করা হ‌য়ে‌ছে। কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইট‌টি দ্রুত ঠিক করা হবে।’

ভারতীয় হ্যাকার গ্রুপ নিয়মিত বাংলাদেশে সাইবার হামলা চালায় বলেও জানান তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD